ঢাকা: বাংলাদেশের টিভি প্রেজেন্টার থেকে উঠে আসা নায়িকার নাম বুবলি। নিজের অভিনয় দক্ষতা না থাকলেও শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে ছিল গোপন প্রেমের গড়ে নেন শক্ত অবস্থান। পরে সেটি গড়িয়েছে বিয়ে পর্যন্ত। জানা গেছে এ নায়িকা শাকিব খানকে গোপন প্রেম আর বিয়ের কব্জায় রেখে নিজেকে নায়িকা বনে নিয়ে আসলেও সিনেমায় তেমন কোন সাড়া ফেলতে পারেননি এ নায়িকা ।
এই শীর্ষ তারকার সঙ্গে থাকাকালীন সময়ে একাধিক ছবি মুক্তিতে আলোচনা থাকলেও দেখাতে পারেনি কোনো হিটের তকমা। এরপরও শাকিব খানকে টেক্কা দিতে ঈদে মুক্তি দিচ্ছে বুবলী অভিনীত ছবি ‘মায়া: দ্য লাভ’। ছবিটি পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির।
বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন একজন নয়, তিনজন নায়ক। পর্দায় এই নায়িকার সঙ্গে দেখা যাবে আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশানকে। তারপরও সাফল্যের দেখা পাবে ‘মায়া: দ্য লাভ’।
ঈদের বাজারে বেশির ভাগ ছবি শাকিব খানের দখলে থাকলেও বুবলির ‘মায়া: দ্য লাভ’ হল পাবে কি না জানতে চাইলে পরিচালক জসিম উদ্দিন জাকির জানান, একটি হল পেলেও ঈদেই মুক্তি দিতে চান। ছবিটির শুরু থেকে নায়িকাসহ নায়কদের সিডিউল নিয়েও নিয়েও বেশ বিরক্ত ছিলেন এ পরিচালক। এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠানের লাভ লসের দিকে তাকাচ্ছেন না এই পরিচালক। তাহলে কি শাকিব খানকে টেক্কা দিতে মুক্তি দিচ্ছেন বুবলির 'মায়া'?
বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, বর্তমানে শাকিব-বুবলির মধ্যে সম্পর্কে ভাটা চলছে। শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করতে প্রেম আর বিয়ে প্রকাশ্যে আনেন নায়িকা বুবলি। এসবের প্রতিশোধ নিতেই নায়িকার বুদ্ধিতে মুক্তি দেয়া হতে পারে এই ছবি।
ছবি ফ্লপ হলেও ঈদের ছবির আলোচনায় থাকতে পারবেন তিনি। সূত্রটি আরও জানান, বর্তমানে কাগজে কলমে তাদের সংসার না ভাঙলেও ভেঙ্গে গেছে মনের জুটি। এরপর বুবলির নিজের ক্যারিয়ারে আরও ভাটা পড়তে দেখা যায়। দেশের গন্ডি পেরিয়ে বিদেশে গিয়ে ছবি করলেও কোনো উন্নতি হয়নি। যদিও শাকিব খানের সঙ্গে চলচ্চিত্রে কিছুটা আলোচনার জন্ম দিলেও এর বাইরে তার সকল ছবি ফ্লপের তালিকাই বেশি।
বর্তমানে নায়িকা বুবলির হাতে তেমন কাজ না থাকলেও বিভিন্ন অ্যাওয়ার্ড আ মডেলিং ছবি তুলতে বেশি দেখা যাচ্ছে। এতো কিছুর পরও কেন ঈদে আসছে ‘মায়া: দ্য লাভ’?? ছবিটি নিয়ে বুবলির সঙ্গে কথা বলতে গেছে সাংবাদিক এড়িয়ে যেতে দেখা গেছে। কথা বলতে চাননি এ ছবিটি নিয়েও।
তবে এবারের ঈদে বুবলির দুইটি সিনেমা মুক্তি পাবার কথা রয়েছে। এর মধ্যে একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ এবং অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’। সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। ইতোমধ্যে সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে দুটি পোস্টার। প্রতিটি পোস্টারেই রয়েছে রহস্যের ছাপ।
প্রসঙ্গত, বুবলি অভিনীত দুটি ছবি ‘দেয়ালের দেশ’ এ ‘মায়া: দ্য লাভ’ এর পাশাপাশি ঈদুল ফিতরে মুক্তির ঘােষণায় রয়েছে ডজন খানিক ছবির কথা। এদের মধ্যে মুক্তির তালিকায় রয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার', শরীফুল রাজ অভিনীত ‘ওমর’ ও ‘কাজলরেখা’। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ২’ ও ‘পুটু’ এবং ইকবালের ‘ডেডবডি’। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।
এআর