• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মা হলেন অভিনেত্রী মৌসুমী নাগ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৪, ০১:১৪ পিএম
মা হলেন অভিনেত্রী মৌসুমী নাগ

কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। রাজধানীর বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয় তার। জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নাগ নিজেই। জানাগেছে, গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়।

এদিকে, প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ে করেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।

ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগ বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন। ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে ।

Wordbridge School
Link copied!