এবার ঈদে মুক্তি পাচ্ছে কলকাতার নায়ক অঙ্কুশের নতুন ছবি 'মির্জা'। সেই ছবির প্রচারণায় সরব তিনি। কথা বলছেন বিভিন্ন চ্যানেলসহ ব্লগারদের সঙ্গে। উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে শাকিব খানের প্রশাংসায় পঞ্চমূখর হয়ে উঠেন কলকাতার নায়ক অঙ্কুশ। তিনিও বিশ্বাস করেন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান। অঙ্কুশ বলেন, বাংলা ইন্ডাস্ট্রিজকে অনেকেই ছোট করে দেখে। সেখান থেকে উঠে আসা যার এতো ক্রেজ। নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া বাইরেও শাকিব খানের প্রচন্ড ক্রেজ। আমার খুব গর্ব হয়।
তিনি আরও বলেন, যখন কেউ কলকাতা বা বাংলাদেশ ইন্ডাস্ট্রিজকে ছোট করে কথা বলে। তখন বলতে পারি দেখ আমাদের ইন্ডাস্ট্রিজেও এমন স্টার আছে যারা কিনা গ্লোবালই ফেমাস। এছাড়াও সেই উপস্থাপিকা বাংলাদেশের নায়ক শাকিব খানকে বাংলার শাহরুখ খান উপাধি দিতে দেখা যায়। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ভিডিও লিংক : https://www.facebook.com/smvproductionhouse/videos/948917823339630