Menu
ঢাকা : বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনে শুটিং করছিলেন চিত্রনায়ক ইমন ও অন্যান্যরা। এ সময় একটি দৃশ্যে তাকে সাগরে লাফ দিতে হবে। সেই দৃশ্য করতে গিয়ে ইমন সাগরে লাফ দেন। আর অসাবধানতাবশত তার পায়ে ঢুকে যায় জাহাজের নোঙরের সুঁচালো লোহা। গুরুতর আহত হন ইমন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের শুটিং চলছিল সুন্দরবন এলাকায়। আজ সোমবার সকাল থেকে শুটিং শুরু হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউনিটের একজন দেশ রূপান্তরকে ফোনে বলেন, অনেকগুলো ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং ছিল। আজ সকালে চিত্রনায়ক মামুনুন হক ইমনের একটি দৃশ্য ছিল সাগরে লাফ দেওয়ার। সেই ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়েই ইমনের পায়ে নোঙরের লোহা ঢুকে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্রটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ইমনকে চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নাকি সেখানে রেখেই আপাতত চিকিৎসা দেওয়া হবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT