• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছেলেকে নিয়ে শাকিবের বাসায় বুবলী


বিনোদন ডেস্ক মার্চ ২৩, ২০২৪, ০৮:০১ পিএম
ছেলেকে নিয়ে শাকিবের বাসায় বুবলী

ঢাকা: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের ৪র্থ জন্মদিন ছিল ২১ মার্চ। একমাত্র ছেলের জন্মদিনে নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন বুবলী। এরপর বীরকে নিয়ে শাকিব খানের বাসায় হাজির হন। সেখানে দাদীর সঙ্গে বসে কেক কাটেন শাকিবপুত্র। পাশে ছিলেন বুবলীও। 

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে নায়িকার ফেসবুক পোস্ট থেকেই। 

ছবিতে দেখা যায়নি শাকিবকে। ছেলের জন্মদিনে তিনি বাসায় ছিলেন বলেই শাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবুও কেন বীরের পাশে দেখা যায়নি তাকে সেই প্রশ্নও তুলেছেন অনেকে!

বুবলীর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। তবে বুবলীকে নিজের জীবনের অতীত বলেই মন্তব্য করেছেন শাকিব। ভক্তরা মনে করছেন, এ কারণেই বুবলীর সঙ্গে একই ফ্রেমে দেখা যায়নি শাকিবকে। 

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শাকিব খান। অন্যদিকে বুবলীর প্রকাশিত একটি ছবিতেও গুলশানে শাকিবের বাসায় বাবার চেয়ারে কেক নিয়ে বসে থাকতে দেখা গেছে বীরকে।  

এই ছবি দেখেও অনেকেই মন্তব্য করেছেন, জন্মদিনে ছেলের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন বাবা শাকিব। 

আইএ

Wordbridge School
Link copied!