ঢাকা: বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং পশ্চিমবঙ্গের নায়ক জিৎ গাঙ্গুলীকে নিয়ে কথা বলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রয়োজক আব্দুল আজিজ। তিনি বলেন, জিৎ এর বাংলাদেশে দর্শক আছে আর কলকাতায় শাকিব খানেরও দর্শক আছে।
শুক্রবার (২২ মার্চ) 'মনা; জ্বীন-২' সিনেমা নিয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে শাকিব-জিৎকে নিয়ে কথা বলেন তিনি।
আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হয়, 'শিকারী' দিয়ে শাকিব খানের মোড় ঘুরাতে জাজ মাল্টিমিডিয়ার অবদান আছে কি?
জবাবে আব্দুল আজিজ বলেন, সেটি সবাই জানে। আপাতত জ্বীন সিনেমা নিয়ে কথা বলতে চাই। যা কথা হবে ঈদের পর।
ঈদে শাকিব খান আর জিৎ দু'জনের ছবি মুক্তি দিয়েছেন। কাকে বেশি এগিয়ে রাখবেন, এমন প্রশ্নে আজিজ বলেন, বর্তমানে অবশ্যই বাংলাদেশে শাকিব খান এগিয়ে আর কলকাতায় জিৎ এগিয়ে। তবে জিৎ এর বাংলাদেশে দর্শক আছে আর কলকাতায় শাকিব খানেরও দর্শক আছে।
তিনি বলেন, এক ঈদে শাকিব খান আর জিৎ-এর ছবি জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি দিয়েছিলাম। দু'জনই সমান তালে এগিয়ে ছিল। সেক্ষেত্রে বাংলাদেশে শাকিব খান-জিৎ সমান। তার জন্য অবশ্যই মার্কেটিং এর প্রয়োজন আছে।
শাকিব খান আর জাজকে আবার এক সঙ্গে দেখা যাবে কিনা এমন প্রশ্নে আব্দুল আজিজ বলেন, শুধু শাকিব খান নয়, জাজ মাল্টিমিডিয়া সব সময় সবাইকে নিয়ে কাজ করে। তাকে নিয়ে তো আমাদের একাধিক ছবি নির্মাণ করেছি। সামনে আবারও হয়তো শাকিব খানকে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। মূলত ভাল গল্প পাচ্ছি না। ভাল গল্প পেলে অবশ্যই তাকে নিয়ে কাজ করব। তাছাড়া 'মনা; জ্বীন-২' তে শাকিব খানের কোন চরিত্র আছে? আমার মনে হয় নাই। শাকিব খানের জন্য অবশ্যই ভাল গল্পের প্রয়োজন। সেটি পেলে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। আপাতত 'মনা; জ্বীন-২' নিয়েই আছি।
এএন/আইএ