ঢাকা: বান্দরবানের থানচিতে অবরুদ্ধ হয়ে আছেন অভিনেতা শ্যামল মাওলাসহ বেশ কয়েকজন। ‘নাদান’ সিনেমার শুটিংয়ে গিয়ে আটকে গেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামল মাওলার স্ত্রী মাহাসহ শুটিং ইউনিটের বেশ কয়েকজন অভিনেতা। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে।
জানা গেছে, গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুইদিন কাজ করার পর বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিপাকে পড়েন তারা।
এ বিষয়ে শ্যামল মাওলার স্ত্রী মাহা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘কেউ বান্দরবনের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানে সিচুয়েশন খারাপ, গুলাগুলি হচ্ছে। আমাদের জন্য দুয়া করবেন।’
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন এ গোলাগুলি চালাচ্ছে।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯ টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়। সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
এমএস