ও কন্যা, কন্যা মন দিলানা, লাল শাড়ি পরিয়া কন্যা খ্যাত শিল্পী সোহাগ আসন্ন ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন। তিনি জানান, আজ ৮ এপ্রিল (সোমবার) রাতে গানটি ভয়েজ অব সোহাগ ইউটিউবে উন্মুক্ত হবে।
সোহাগের গাওয়া নতুন এ গানের নাম তুমি আমার কে৷ গানটিতে তার সঙ্গে মডেল হয়েছেন পূরবী পিউ। ভিডিও নির্মাণ করেছেন এম এ সোবাহান। গানটির কথা লিখেছেন আমান শিপন। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সোহাগ নিজেই।
সোহাগ জানান, এ গান দিয়ে নিজের ভয়েজ অব সোহাগ ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু হবে। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।
সোহাগ বলেন, স্টেজ শো এবং কম্পোজিশন নিয়ে লাস্ট ছয়মাস অনেক ব্যস্ত ছিলাম। এখন থেকে মাসে একটি দুটি করে নতুন গান আমার ইউটিউবে প্রকাশ করবো। প্রতিটি গান শ্রোতা দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিতে তৈরি করবো।