• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘তুফান’-এর শুটিংয়ে অংশ নিতে ভারত গেলেন শাকিব


বিনোদন প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৪, ১১:১৩ পিএম
‘তুফান’-এর শুটিংয়ে অংশ নিতে ভারত গেলেন শাকিব

ঢাকা : ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘রাজকুমার’। মুক্তির পর দর্শক সাড়াও বেশ চোখে পড়ার মতো। এর মধ্যেই ভারতে উড়ে গেলেন সিনেমাটির নায়ক। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে তার নতুন সিনেমা ‘তুফান’। সেই সিনেমার শুটিংয়ে অংশ নিতেই ভারতে পাড়ি জমান নায়ক। 

দেশে ঈদ উদযাপন শেষে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভারতে যান তিনি। আগামীকাল ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমার শুটিং চলবে টানা একমাস।

সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন দুই নায়িকা। বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। সিনেমাটি নিয়ে আগেই উচ্ছ্বাস দেখিয়েছিলেন শাকিব খান।

সিনেমাটির ঘোষণার দিন তিনি বলেছিলেন, আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে ‘তুফান’ আমাদের সেই সুযোগ এনে দেবে।

‘তুফান’ পরিচালনা করেছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

এমটিআই

Wordbridge School
Link copied!