• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন


বিনোদন ডেস্ক এপ্রিল ১৫, ২০২৪, ০১:০০ পিএম
‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন

ঢাকা : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।

জানা যায়, ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। দ্রুত পৌঁছুলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তরুণ এই পরিচালক।

এমটিআই

Wordbridge School
Link copied!