• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ভোট চেয়ে বাবা ডি এ তায়েবকে জিতালেন মেয়ে টুনটুনি


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৪, ০৩:২৮ পিএম
ভোট চেয়ে বাবা ডি এ তায়েবকে জিতালেন মেয়ে টুনটুনি

ঢাকা :বিএফডিসিতে সকাল থেকে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দুপুরে বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। এই নির্বাচনে মিশা-ডিপজল পরিষদে সহসভাপতি পদে নির্বাচনে লড়ছেন ডি এ তায়েব।  

শিল্পী সমিতির সামনের রাস্তায় শিল্পীদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। তবে আলাদাভাবে দৃষ্টি কাড়লেন ডি এ তায়েবের মেয়ে টুনটুনি।

ভোট চলাকালিন সময়ে এফডিসির জসিম ফ্লোরের সামনে তিনি গোলাপ দিয়ে প্রার্থীদের নিকট বাবার জন্য ভোট চেয়েছিলেন। বাবার জয়ের বিষয়ে কতটা আশাবাদী জানতে চাইলে টুনটুন বলেন, আমার বাবা ডি এ তায়েব বিপুল ভোটে জয়ী হয়েছেন বাবা।

বাবা ডি এ তায়েব মিশা-ডিপজল প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গেল (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে অভিনেতা ডা. এজাজের ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৩০ মিনিটি পরে ভোটগ্রহণ শুরু হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সর্বশেষ খবর অর্থাৎ ফলাফল পাওয়া গেছে। এবারের নির্বাচনে ২০২৪-২৬ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

Wordbridge School
Link copied!