ঢাকা : শিল্পীর কোনো ভূগোল বা সীমানা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার ভাষ্যে, আমি এই বাংলাতে কাজ করেছি এখন ওপার বাংলাতেও কাজ করছি। একজন শিল্পী যদি ওপারে বা অন্য কোথাও ডাক পায় তাহলে সে সেখানে কাজ করবে, করতেই পারে।
কিছুদিন আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে চতুর্থবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন তিনি। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যখন আমি কোনো পুরস্কার পাই আবার সেটা যখন ভিনদেশের মাটিতে হয় তখন আমি নিজে যতটা আনন্দিত হই তার চেয়েও বেশি হই এই কারণে যে, বাংলাদেশের হয়ে একটি পুরস্কার হাতে নিতে পেরেছি। শুধুমাত্র আমি একা নই, এবার কিন্তু আমাদের দেশের আরও অনেকেই নমিনেটেড হয়েছেন এবং কেউ কেউ পুরস্কারও পেয়েছেন। এটাও কিন্তু একটা বড় বিষয়, আমার কাছে মনে হয়। এটাও আমাদের কাউন্ট করা উচিত।’
দুই বাংলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি কোন দিক দিয়ে এগিয়ে আছে বলে মনে করেন, এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, ‘আমরা এগিয়ে আছি সাহসের দিক দিয়ে। ঢাল নেই তলোয়ার নেই, আমরা নিধিরাম সর্দারের মতো আমরা আমাদের গল্পটা জানান দিতে চাই। কাজের প্রতি আমাদের ভালোবাসাটা দেখাতে চাই। এদিক থেকে মনে হয় আমরা অনেক সাহসী, সেটা জাতিগতভাবেই। বায়ান্ন থেকে শুরু করে একাত্তর, সবকিছুতেই আমাদের সাহসের অভাব নেই। অন্যদিকে ওপার বাংলার তারা একদম গুছিয়ে কাজ করতে পছন্দ করে। পরে কী হবে সেটা তারা আগে থেকেই দেখতে পায়।’
কথার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমাদের এখানে যারা আছেন, যারা ভালো কাজ করেন কিংবা করতে চান তারা কিন্তু প্রফেশনাল অ্যাটিচিউডেই কাজ করেন। আমরা যে খুব নন প্রফেশনালি কাজ করি বিষয়টা কিন্তু তা নয়।’
সবশেষে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো আসলে কখনো প্ল্যান করে কিছু করি না। যখন মনে হবে সিঙ্গেল থেকে ডাবল হওয়া প্রয়োজন, তখন হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ এখন আমি খুব ভালো আছি, শান্তিতে আছি।’
এমটিআই