ঢাকা: তুলকালাম কাণ্ড ঘটেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা-ডিপজল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাতকার গ্রহণকে কেন্দ্রে করে ক্ষেপে যান খলনায়ক শিবা শানু। এক পর্যায়ে তিনি ওই সাংবাদিককে মারধর করেন।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে এফডিসির ফাইটার গ্রুপের সদস্যরা এসে উপস্থিত সাংবাদিকদের মারতে শুরু করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন মিশা সওদাগর। এই মুহূর্তে এফডিসি প্রাঙ্গনে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।
সবশেষ তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।
এর আগে বিকেলে ২০২৪-২৬’র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। সমিতির সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এরপর বাকি সদস্যরা মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন।
আইএ