• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সালমানের বাড়িতে গুলি চালানো অভিযুক্ত আসামির পুলিশ হেফাজতে মৃত্যু 


বিনোদন ডেস্ক মে ১, ২০২৪, ০৫:২২ পিএম
সালমানের বাড়িতে গুলি চালানো অভিযুক্ত আসামির পুলিশ হেফাজতে মৃত্যু 

ঢাকা : সালমান খানের বাড়িতে গুলি চালানোর মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আসামি অনুজ থাপনকে বুধবার মুম্বাই পুলিশ হেফাজতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি অনুজ থাপন বুধবার মুম্বাই পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করে এবং তাকে গুরুতর অবস্থায় দ্রুত কাছের সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

এর আগে গেল ১৪ এপ্রিল বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একাধিক রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনার পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে জানা গেছে। সে সময় অভিনেতার বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সেদিন গুলি চালানোর জন্য দুই মূল অভিযুক্ত ভিকি গুপ্তা এবং সাগর পালকে নাকি এই অনুজই আগ্নেয়াস্ত্র দিয়েছিলেন।

জানা গেছে, কমিশনারের অফিসের ক্রাইম ব্রাঞ্চে রাখা হয়েছিল তাকে। গত ২৫ এপ্রিল মুম্বাই পুলিশ অনুজকে সোনু সুভাষ চান্দেরের সঙ্গে পাঞ্জাব থেকে আটক করে নিয়ে আসে। এরপর এদিন তিনি সেখানেই এই ভয়াবহ কাণ্ডটি ঘটান। 

এমটিআই

Wordbridge School
Link copied!