• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতলেন মিথিলা


বিনোদন ডেস্ক মে ৪, ২০২৪, ০৬:১৫ পিএম
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতলেন মিথিলা

গেল ৩০ এপ্রিল দিল্লিতে বসেছিল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ১৪তম আসর। দেশের পাশাপাশি এখন কলকাতেও বেশ সরব রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার তার সাফল্যুএর মুকুটে যুক্ত হলো নতুন পালক। ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতেছেন নন্দিত এই অভিনেত্রী। সেই আসরেই কলকাতার সিনেমা ‘ও অভাগী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন মিথিলা। তবে সে সময় অফিশিয়াল কাজে দেশের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির টিম।

এমন সম্মাননা প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত মিথিলা গণমাধ্যমকে বলেন, ‘যেকোনো সম্মাননা কিংবা পুরস্কারই আনন্দের এবং অনুপ্রেরণার। একজন শিল্পীর কাজকে যখন মূল্যায়ন করা হয় তখন সেটা সত্যি অনেক ভালো লাগার। আর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তো বেশ মর্যাদাপূর্ণ। নিজ দেশের বাইরে এমন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। যদিও আমি সেসময় দিল্লিতে ছিলাম না, অফিসের কাজে তখন কানাডায় অবস্থান করছিলাম। আমার পক্ষ থেকে আমার সিনেমার টিম সেটি গ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কারটা পেয়ে একটু স্পেশাল অনুভূতি হচ্ছে। কারণ এটা তো দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে আমাকে কেউই চিনে না। বাংলাদেশের মানুষ এবং কলকাতায় কাজ করার সুবাদে সেখানে হয়তো কেউ কেউ চিনে আমাকে যে, আমি অভিনয় করি কিন্তু দিল্লিতে তো কেউই আমাকে চিনে না। সেই জায়গায় শুধুমাত্র অভিনয়ের ভিত্তিতে এমন পুরস্কার প্রাপ্তি সত্যি আমার জন্য অনেক স্পেশাল।’

এদিকে কিছুদিন আগেই কানাডা থেকে দেশে ফিরেছেন মিথিলা। তবে চলতি সপ্তাহেই আবার আফ্রিকায় উড়াল দিবেন বলে জানালেন তিনি। বললেন, ‘এভাবেই আমার সময় যাচ্ছে। আজ ঢাকা তো কাল কলকাতা এবং পরশু আফ্রিকা কিংবা তানজানিয়া। মানুষ বুঝতেই চায় না যে, আমি যে প্রচুর ব্যস্ত থাকি। চাকরি, সংসার সবকিছু সামলে নিয়ে তারপর অভিনয় করি। এরমধ্যে অফিসের কাজের জন্য বছরের বেশিরভাগ সময়ই আমাকে দেশের বাইরে থাকতে হয়। যখনই দেশে আসি কিংবা একটু ফ্রি সময় পাই সেটা নিজের মেয়ের সঙ্গে কাটাতে পছন্দ করি। কিন্তু সেটা অনেকেই বুঝতে চান না।’

মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর চারটি সিনেমা। এরমধ্যে দুটি দেশের এবং বাকি দুটি কলকাতার। এছাড়াও তাকে দেখা যাবে ‘বাজি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। 

প্রসঙ্গত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটিতে মিথিলা ছাড়া আরো অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

Wordbridge School
Link copied!