ঢাকা : প্রতিবারের মতো এবারও সিনেমা, নাটক, গান, নৃত্যাঙ্গনসহ দেশের প্রশাসন, শিক্ষা, সাংবাদিকতা, সেনাবাহিনীসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে কৃতি সন্তানদের মায়েদের ‘মা পদক’ প্রদান করা হবে।
এবার চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে বিশেষ এই সম্মাননায় ভূষিত করা হয় বলে নিশ্চিত করেছেন আলী-রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক নগরী।
এমন উদ্যোগে ভীষণ উচ্ছ্বসিত আনোয়ারা বলেন, ‘এর আগে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় জাতীয় স্বীকৃতি পেয়েছি ৯বার।
কিন্তু অসংখ্য সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করার জন্য মা পদকে ভূষিত হচ্ছি, এটা সত্যিই আমার কাছে অন্যরকম ভালো লাগার। দর্শক আমাকে ভালোবাসেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সকে আমাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করায়।’
জানা গেছে, আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে এবার বিশেরও অধিক গর্বিত সন্তানের মায়েদের ‘মা পদক’-এ ভূষিত করা হবে।
এমটিআই
আপনার মতামত লিখুন :