• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফের বিয়ে করছেন নাগা, কে এই অভিনেত্রী?


বিনোদন ডেস্ক মে ৫, ২০২৪, ১২:১১ পিএম
ফের বিয়ে করছেন নাগা, কে এই অভিনেত্রী?

ঢাকা : দক্ষিণের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু বিচ্ছেদের দুই বছর পার হয়নি। এর মধ্যেই নাকি ফের বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন নাগা! গত কয়েক দিন ধরেই এ নিয়ে নানা জল্পনা। নাগা চৈতন্যের মতো জনপ্রিয় তারকা বলে কথা! তার ওপরে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার দাম্পত্যজীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জড়ায় নাগা চৈতন্যের। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে নিন্দুকেরা বলেছেন, সম্প্রতি দুজনেই নাকি একান্ত ঘুরে বেড়িয়েছেন! শোভিতার ছবিতে নাকি ঝলক মিলেছে নাগার!

সমাজমাধ্যমের পাতায় নাগা ও শোভিতার দেওয়া ছবিগুলো একই জায়গায় তোলা বলেই অনুমান নেটপাড়ার একাংশের। সত্যিই কি নাগার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী?

শোভিতাকে প্রেম নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, সর্বক্ষণই প্রেমে রয়েছেন তিনি। প্রেমই হল তার জীবনের চালিকাশক্তি। শোভিতার কথায়, ‘পর্দায় যে ধরনের চরিত্রে আমাকে দেখা যায়, তাতে মনে হয়, আমি মানুষ হিসেবে অত্যন্ত শক্ত ও দৃঢ়চেতা, উচ্চাকাঙ্ক্ষী। তবে বাস্তবে আমি অল্পেতে খুশি। আমার কাছে ভালবাসা মানে ভক্তি। আসলে ভালবাসলে আমার মনে হয়, তার মধ্যেই হারিয়ে যাই।’ সূত্র: আনন্দবাজার

এমটিআই

Wordbridge School
Link copied!