Menu
ঢাকা: দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র পরিচালক সমিতির আসর জমবে আগামীকাল শনিবার (১১ মে)। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসবে এ আসর।
অনুষ্ঠানে চলচ্চিত্রের একাধিক নায়ক নায়িকা পারফর্ম করার কথা রয়েছে। সেখানে নিরবের সঙ্গে পারফর্মেন্স করতেই লটারির মাধ্যমে পরীমনির নাম উঠানো হয়।
এই অ্যাওয়ার্ড আয়োজনের মাধ্যমে পরীমনির সঙ্গে প্রথমবার দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
নিরব বলেন, পরীমনির সঙ্গে প্রথমবার পারফর্ম করছি। 'বুঝিনা' শিরোনামে একটি সিনেমার গানে জুটি হয়ে দর্শকের সামনে হাজির হব। সেখানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গুণি পরিচালকরা উপস্থিত থাকবেন। সবসময় তো সিনেমায় কাজ করা হয়েছে। এমন আয়োজন সত্যি ভাল লাগছে।
উল্লেখ্য, নিরব সর্বশেষ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় 'অপারেশন জ্যাকপট' সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়াও সাঈফ চন্দনের 'কয়লা' ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT