• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজ মাহীকে কোলে তুলে নাচবেন চিত্রনায়ক জয় চৌধুরী


আকাশ নিবির মে ১১, ২০২৪, ১২:৩৮ পিএম
আজ মাহীকে কোলে তুলে নাচবেন চিত্রনায়ক জয় চৌধুরী

ঢাকা : দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র পরিচালক সমিতির আসর জমবে আজ সন্ধ্যায় শনিবার (১১ মে)। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসবে এ আসর। 

এই অনুষ্ঠানে একাধিক নায়ক নায়িকার মধ্যে পারফর্ম করতে দেখা যাবে নতুন এই জুটিকে। নায়িকা মাহিয়া মাহী ও শাকিব খানের একাধিক সিনেমার গানে নৃত্য পরিবেশন করবেন বলে এক স্বাক্ষাতকারে নিশ্চিত করেছেন নায়িকা মাহী এবং জয় চৌধুরী নিজে। 

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মাহী ও জয়ের প্রেমের গুঞ্জন নিয়ে বেজায় চটেছিলেন। তবে মাহী এটা বলেন, জয় আমার ভাল বন্ধু। পারিবারিকভাবে আমাদের একটা ভাল সম্পর্ক রয়েছে। তাছাড়া সামনে জয়ের সঙ্গে নতুন সিনেমার কথাও বলেছেন তিনি। মাহী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় আজাইরা এসব ছড়ায়। দীর্ঘদিন কাজ থেকে বিরতী ছিলাম। এখন এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আজ জয়ের সঙ্গে পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্মে আমাকে নতুন ভাবে দেখা যাবে।

কথা বলার সময় সঙ্গে ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী। এর আগে জয় বলেন, মানুষের আসলে খেয়ে কাজ নেই। সত্যি বলছি মাহী আমার পারিবারিকভাবে আত্মীয় বলেন বন্ধু বলেন। এর বাইরে কিছুই না। সামনে অবশ্যই ধামাকা রয়েছে। সবাইকে এক সঙ্গে নিয়েই নতুন সিনেমার ঘোষনার কথা জানান দেন এই নায়ক। 

উল্লেখ্য, শিল্পী সমিতির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরীর এই মাসে ডিপজলের প্রডাকশনের ব্যানারে একটি সিনেমা মুক্তির কথাও রয়েছে এছাড়াও সর্বশেষ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় 'অপারেশন জ্যাকপট' সিনেমার শুটিং শেষ করেছেন এই নায়ক। 

এএন

Wordbridge School
Link copied!