• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেয়ের আকিকায় বিশেষ আয়োজন করছেন পরীমণি


বিনোদন প্রতিবেদক মে ১১, ২০২৪, ০৪:৩৭ পিএম
মেয়ের আকিকায় বিশেষ আয়োজন করছেন পরীমণি

ঢাকা : কন্যা সন্তানের দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন।

জানা গেছে, আগামীকাল রোববার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন নায়িকা। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামীকাল।

তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামীকাল ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’

তবে পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।

এমটিআই

Wordbridge School
Link copied!