• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন


বিনোদন ডেস্ক: মে ১২, ২০২৪, ০৯:১৩ পিএম
মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

ঢাকা: মা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। 

রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে ক্যাপশনে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। 

গণমাধ্যমকে ফারিয়া শাহরিন বললেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

আইএ

Wordbridge School
Link copied!