ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত ১০০ জন শিল্পী। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা। অনুষ্ঠানে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি উপস্থিত ছিল। এসময় নিপুণ সমর্থিত ১০০ শিল্পী মিশা-ডিপজলের গলায় মালা পরিয়ে আদালতে নিপুণের রিট দায়েরের তীব্র নিন্দা জানান।
সেখানে কথা বলেন শিল্পী সমিতির নব নির্বাচিত দপ্তর সম্পাদক অভিনেতা কমল সরকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের দিন নিপুণ ফুল দিয়ে আমাদের কমিটিকে মেনে নিলেন বিষয়টি খুব ভালো লেগেছিল। মনে হয়েছিলো গত দুই বারের মামলা-হামলা থেকে বাঁচার কিছু আশা খুঁজে পেয়েছিলাম। এখন তিনি আমাদের সংগঠনকে কলঙ্কিত করছেন। এমনটা হলে প্রয়োজনে আমরা আপনার সদস্যপদ আজীবন বাতিল করা হবে।
উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
আইএ