• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মিষ্টি জান্নাত ভাইরাল হতে গিয়ে পচে গেছে : প্রযোজক শাওন আশরাফ


বিনোদন প্রতিবেদক মে ২৭, ২০২৪, ০৫:৫৮ পিএম
মিষ্টি জান্নাত ভাইরাল হতে গিয়ে পচে গেছে :  প্রযোজক শাওন আশরাফ

ঢাকা : তেমন কোন কাজ না থাকলেও চলচ্চিত্রে জগৎ টিকে আছে শুধুমাত্র তৃতীয় শ্রেণীর কিছু নায়ক-নায়িকার ভাইরালের কারণে। চলচ্চিত্রে তেমন কোন কাজ না থাকলেও টিকে আছে শুধু ভাইরাল দিয়ে। বর্তমানে তাদের চলচ্চিত্র মুক্তি পেলে হল থেকে পোস্টারের টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও তারা থেমে নেই। কাউকে তোয়াক্কা না করলেও নিজের মতো করে ভাইরাল হতে দেখা গেছে অনেককে।

কেউ কেউ আবার নিজেকে শোআপ করার জন্য চলচ্চিত্র থেকে নাটক, মিউজিক ভিডিও শুটিং আর সোশ্যাল মিডিয়ায় সেলফি দিয়ে মিডিয়াতে টিকে গেছে। দিনশেষে দেখাগেছে তাদেরও বিদেশ ট্যুর আর ফিতা কাটা ছাড়া তাদের হাতে তেমন কোন কাজ নেই। তারপর পরও তাদের চলাফেরা করতে দেখা গেছে ৫০ লক্ষ টাকার গাড়ী আর লাক্সারী স্টাইলে। কেউ আছেন পার্লার ব্যবসা নিয়ে, কেউ আছে খাবারের দোকান, শো-রুমসহ কেউ বা আছেন ডাক্তার হয়ে। আসলে কি তাই? তাদের আসলে ইনকাম কিসে??

মিডিয়ায় এরা নানান কেলোর কীর্তি নিয়ে থাকলেও সমাজের মানুষজন তাদের দেখেন ভিন্ন চোখে। অনেকের ভাষ্যে, তাদের কোন কাজ নাই অথচ তাদের চলাফেরা দেখলেই বুঝে নেন তারা। হয়তো সুগারড্যাডি আর সহ-সভাপতি আর প্রশাসনের মাথায় কাঁঠাল ভেঙ্গে বগাতপার হয়ে যাচ্ছেন অনেকে। আর যারা একেবারে অচল, কাজই নেই তারাই মূলত সোশ্যাল মিডিয়ায় ইউটিউবারদের ভাড়া করে ভাইরাল হতে চাচ্ছেন! তবে গণমাধ্যম কর্মীরা এখন অসহায় বলাই চলে। কারণ ভিউয়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেকের চলতে হচ্ছে। দিনশেষে তাদের সামনেই বুম ধরতে হচ্ছে।

মূলত সেলিব্রেটি ফুটবল লীগ খেলায় শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে ডাক্তার মিষ্টি জান্নাত কথা বলতেই ভাইরাল হতে দেখা গেছে তাকে। এটা নিয়ে হয়তো কতোজনের বাহবা পেয়েছেন মিষ্টি। এতে ক্ষতি আর সম্মানহানী হয়েছেন সেই নায়ক। অথচ ভাইরালের বেড়াজালে আটকে চ্যানেল আই এর উপাস্থপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জা। সেটি এখান ১০-২০ কোটি টাকা আইনি লড়াই পর্যন্ত গড়েছেন তারা। মিষ্টি জান্নাতের তাতে লাভ হয়েছে বরং। একটি শো-রুমের ফিতা কাটাসহ একাধিক ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তাতে কি দেশের মানুষ আর শাকিবিয়ানদের চোখে ভাল কিছু হতে পেরেছেন? এটা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে...

মিষ্টি জান্নাতকে নিয়ে একাধিক মানুষের নাক ছিটকানো চোখে পড়লেও তাকে সরাসরি কথা তুলেছেন প্রযোজক শাওন আশরাফ নামের একজন। তিনি গণমাধ্যমের সামনে বলেছেন, মিষ্টি জান্নাত ভাইরাল হতে গিয়ে পচে গেছে। কারণ শাকিব খান একদিনে সুপারস্টার নায়ক হননি। তাকে পচানো এতো সোজা নয়। ধরেন ১০ তলার উপর পা ঝুঁলিয়ে বসে আছে শাকিব খান। তাকে নামানোর জন্য একতলা থেকে দশতলা পর্যন্ত চেষ্টা করবে। তাতে কি পারবে সবাই। হয়তো সম্ভব না। শাকিব খান সেই জায়গা পার হয়ে গেছে। শাকিব খানের সঙ্গে নতুন ছবির চুক্তি নিয়ে এই প্রযোজক বলেন, সিনেমা পলিটিক্স বড়ই অদ্ভুদ। হয়তো লোক দেখানোর জন্য সেটি করতেই পারে। দেখা যাবে সেটি শেষ করতে প্রায় ১০ বছর পার হয়ে গেছে।

একই অনুষ্ঠানে ভাইরাল হওয়া নিয়ে কথা বলেছেন নায়ক অমিত হাসান। তিনি বলেন, আমরাও দেশে কম ভাইরাল না। সেটি অবশ্যই ভাল কাজের মাধ্যমে। যেনতেন কথা বলে ভাইরাল হওয়াই যায় তাতে করে মানুষ তাদের ভিন্ন চোখেই দেখবে। কিন্তু আমরা এখনো কোথায় গেলে ভক্তদের সেলফি তোলায় বলে দেন আমাদের জনপ্রিয়তা কতো। এই নায়কের ভাষ্যে ভাল কাজ দিয়েই ভাইরাল হতে বলেছেন তিনি। 

এদিকে আগের রেস কাটতে না কাটতে তমা মির্জার করা ১০ কোটি টাকার বিপক্ষে পাল্টা ২০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত!

নোটিশে মানহানিকর বক্তব্য দেওয়ায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন আরেক নায়িকা তমা মির্জা। তার প্রেক্ষিতে এবার তমার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলেন মিষ্টি। ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তমার ঠিকানা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এই নায়িকা। 

আজ (২৭ মে) নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে লেখা হয়, তমা মির্জা মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) নেবেন।

অন্যদিকে, তমার নোটিশ পাওয়ার পর তাকে উদ্দেশ করে মিষ্টি জান্নাত বলেছিলেন, ‘আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়। আমি তো এখন টক অব দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে। তবে সব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অব অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইন আমিও ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই।’

সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের পারিবারিক একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কিং খান ফের বিয়ে করবেন। তার জন্য এবার চিকিৎসক পাত্রী খোঁজা হচ্ছে। এরপরই আলোচনার কেন্দ্রে চলে আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যেহেতু অভিনয়ের পাশাপাশি তিনি একজন দাঁতের ডাক্তার।

গুঞ্জন ওঠে, মিষ্টি জান্নাতই হতে যাচ্ছেন শাকিব খানের তৃতীয় স্ত্রী। এ নিয়ে নায়িকাকে একাধিক সংবাদমাধ্যম প্রশ্ন করলেও তিনি পরিষ্কার জবাব দেননি। রহস্য জিইয়ে রেখেছেন। তবে বিয়ে বিষয়ক এই আলোচনার মধ্যে তিনি তমা মির্জাকে কেন খোঁচা দিলেন, তা নিয়ে চলে আলোচনা। 

গত ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। তবে এখনও কোনো চলচ্চিত্র আলোচনায় আসতে পারেনি।  কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে শাকিব খানকে টেনে মন্তব্য করেই অধিক আলোচিত হচ্ছেন তিনি।  

এএন  

Wordbridge School
Link copied!