ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। অস্ট্রেলিয়ার পর এবার স্টেজ শো করলেন লন্ডনে। আর সেখান থেকেই গণমাধ্যমের কাছে ব্যক্ত করলেন নিজের অনুভূতি।
জায়েদ খান বলেন, ২৬ থেকে ২৭ মে টানা দুই দিন লন্ডনে শো করেছি। সেখানে প্রবাসীদের ভালোবাসায় আমি আপ্লুত। যখন স্টেজে পারফর্ম করছিলাম, তখন সবাই আমার গান গাইছিলেন। এ মুহূর্ত ভোলার নয়।
তিনি আরও বলেন, এমন ভালোবাসায় যারা আমাকে সিক্ত করেছেন, তাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।
প্রসঙ্গত, নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ নামের একটি আয়োজনে অংশ নেন জায়েদ খান। একই অনুষ্ঠানে পারফর্ম করেন নগরবাউল জেমস, প্রীতম হাসান, প্রতীক হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ আরও অনেকে।
সব ঠিক থাকলে আগামী ২ জুন দেশে ফিরবেন এই চিত্রনায়ক। এরপর কানাডা ও যুক্তরাষ্ট্র মাতাতে আবারও দেশ ছাড়বেন তিনি।
এএন