ঢাকা: প্রিয়তমা, রাজকুমার এর পর সেই প্রযোজক নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। শুধু তাই নয়, খবর রটেছে পরিচালনায়ও নামছেন তিনি।
শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা করতে যাচ্ছেন এই প্রযোজক। আর সেই সিনেমার নায়িকা হচ্ছেন 'হাওয়া' খ্যাত নাজিফা তুষি। এমন খবরই ছড়িয়েছে চিত্রপাড়ায়। তবে খবরটিকে ভুয়া বললেন নায়িকা।
নাজিফা তুষি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, এটা সত্যি নয়, গুজব। জানিনা কারা এসব ছড়ায়। আমার সঙ্গে এই বিষয়ে কারও কোনো কথা হয়নি। এই খবরে বেজায় চটেছেন তিনি।
তিনি আরও বলেন, আমার নতুন কাজের খবর আসবে শিগগিরই তবে সেটা এই সিনেমা নয়।
নাজিফা তুষির ইতিমধ্যে নতুন একটি কাজ শেষ করেছেন যা শিগগিরই জানাবেন।
এএন