• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শুভঙ্করের ফাঁকি দিয়ে ‘তুফান’ নির্মাণে ভারতে ১০ কোটি টাকা পাচার!


আকাশ নিবির জুন ৫, ২০২৪, ০৪:২২ পিএম
শুভঙ্করের ফাঁকি দিয়ে ‘তুফান’ নির্মাণে ভারতে ১০ কোটি টাকা পাচার!

ঢাকা: সদ্য সেন্সরশীপ পেয়েছে শাকিব খানের ‘তুফান’ চলচ্চিত্র। ঈদে মুক্তির মিছিলে রয়েছে সামনের সারিতে। এর আগে নানান কারণে ছবিটি আটকে যেতে পারে বলে ধারণা করা হয়েছিল।

কেননা এই পরিচালকের একটি ছবি আজীবন নিষিদ্ধের তালিকায় রয়েছে। যে কারণে বেশ চিন্তিত ছিলেন তিনি। যদিও ‘তুফান’ সেন্সর পেলেও কথা উঠেছে এই ছবি নির্মাণে অবৈধভাবে ৮-১০ কোটি টাকা ভারতে পাচার হয়েছে। 

মঙ্গলবার (৪ জুন) ১৯ সংগঠনের উদ্দ্যেগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান অভিযোগ তোলেন। 

অনুষ্ঠানে আরশাদ আদনান এক বক্তব্যে বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এই ছবির বাজেট ৮ কোটি ১০ কোটি টাকা। এতো টাকা আপনি ওখানে নিচ্ছেন কিভাবে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিয়েছেন। আপনি কতো টাকার ছাড়পত্র নিয়েছেন? আমি একজন সাধারণ প্রযোজক, জানতে পারব এভাবে বিদেশে টাকা নেয়া সম্ভব? আমারও তো রাস্তা দরকার, ইন্ডিয়াতে শুটিং করা দরকার। তাদের কাছে শিখতে চাই। 

৬০-৭০ লক্ষ টাকা এনবিআরকে দেখিয়ে ৮-১০ কোটি টাকার ছবি বানালেন। সেই শুভঙ্করের ফাঁকির চালটা কি তিনি জানতে চান। কী এমন আলাদিনের চেরাগ পেল সেটা তার জানা নাই। 

আরশাদ আদনান বলেন, বিদেশে কাজ করার নিয়মনীতি তো আছে। আমিও আমেরিকাতে শুটিং করেছি। কাগজপত্র সব কিছু ক্লিয়ার করে কাজ করেছি। সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে। তিনি বলেন, সৎ থাকার ইচ্ছে থাকতে হয়। সর্বপরি দেশকে না ঠকানোর ইচ্ছে থাকতে হয়। দেশকে কেন ঠকাবো। দেশের যেটা প্রাপ্ত সেটা দেশকে দেয় না কেন? 

শাকিব খানসহ চঞ্চল চৌধুরীর পারিশ্রমিক নিয়ে এই প্রযোজক বলেন, শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পারিশ্রমিক দেশে দেয়া হয়েছে। আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে ৬০ লক্ষ টাকা দিয়ে সেখানে শুটিং করা কিভাবে সম্ভব তা জানা নেই। আমিও ৪-৫ টি চলচ্চিত্র বানিয়েছি। সেটা কিভাবে সম্ভব? তাহলে কী ফাইভ স্টার হোটেল তাদের জন্য হয়তো দেড় হাজার রুপিতে ভাড়া দিয়েছেন। এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে। তা না হলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। সিনেমা হলগুলি গোডাউন হোক, তা না হলে ভেঙ্গে মার্কেট বানানো হোক। আমরাও কাজ বন্ধ করে দেই। তারাই কাজ করুক। 

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম খসরু ছাড়াও আরও উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক আলিমুল্লাহ খোকন, পরিচালক শাহ আলম কিরণ, এডিটর দেবুসহ চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু।

এএন/আইএ

Wordbridge School
Link copied!