ঢাকা: ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি চাপ-বাড়তি উত্তেজনা। পুরো পৃথিবীর ক্রিকেট প্রেমীরা দুই ভাগে বিভক্ত হয় দুই চিরপ্রতিদ্বন্দির লড়াইয়ে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আরো একটি জম্পেস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এ নিয়ে ক্রিকেট প্রেমী চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে সোনালীনিউজের মুঠোফোনে এই নায়ক সরাসরি জানিয়েছেন, আমি চাই আজ পাকিস্তান হারুক। তিনি বলেন, আমি পাকিস্তান দলকে সাপোর্ট করি না। তাছাড়া এতোদিন এতো শক্ত একটি দল আমেরিকার কাছে হেরে যাওয়াতে এমনটি হয়েছে। যতোদূর জানি আজ ইন্ডিয়ার কাছে হেরে গেলেই বিশ্বকাপের মূল আসর থেকে বাদ পড়তে পারে দলটি। তিনি আরও বলেন, অনেকেই বলছেন মাঠ ভাল হয়নি। মাঠ ভাল না হলে তো দু'দলের জন্য সমান হবে। অন্যদের জন্য মাঠ খারাপ হলে তাদের জন্য সেম হবার কথা। তাছাড়া ইন্ডিয়া অনেক শক্তশালী দল। তাদের বিরুদ্ধে পাকিস্তানের হেরে যাওয়াটাই স্বাভাবিক।
এবারের বিশ্বকাপে শুরু থেকে অঘটনের ম্যাচ বেশি চোখে পড়েছে। সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছেন আফগানিস্তান মতো দল। এমন প্রশ্নের জবাবে নায়ক সাইমন সাদিক বলেন, আফগানিস্তানকে ছোট করে দেখার কিছু নাই। তারা টি-২০ এ বেশ ভালো খেলে। তাদের একাধিক খেলোয়াড় আইপিএলসহ বিভিন্ন দেশের সঙ্গে খেলেন। তার মতে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড দল হারাটা স্বাভাবিক।
তবে আজ দুদলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের জন্য এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প পথ খোলা নেই বাবর আজমদের। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে কিছুটা নির্ভার ভারতীয় শিবির। অন্যদিকে পঁচা শামুকে পা কেঁটে এখন ডু অর ডাই সিচিুয়েশনে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্টের কাছে সুপার ওভারে হেরে লজ্জায় ডুবেছে পাক বাহিনী।
তবে ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট। এই উইকেটে ব্যাটিং করাটা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এরআগে এই মাঠে তিন ম্যাচে কোনো দলই বড় স্কোর গড়তে পারেনি। তাই ভারত-পাকিস্তান ম্যাচে রানের খরা কাটাতে হাই- স্কোরিং উইকেট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসি।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ৯টিতে জয় পেয়েছে ভারত আর পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্যাচ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এপর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ভারতের ৬ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১টিতে। তবে সব ছাপিয়ে আবহাওয়া কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার দীর্ঘদিনের স্বপ্ন পানিতে ভেসে যেতে পারে যুক্তরাষ্ট্রবাসীর। সেখানকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পুরো দিনজুড়েই নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকালে ১১টায় ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। এর মানে, খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪৫-৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এএন