ঢাকা : ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ময়ূরাক্ষী নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন চিত্রনায়িকা সিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প।
এরই মধ্যে এই চলচ্চিত্রের টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়ে সিমলাও ব্যবস্থা নিবেন বলে জানান গণমাধ্যমকে।
তিনি বলেন, ‘আমি ছবিটি দেখে এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবো। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি।’
এরই মধ্যে এই চলচ্চিত্রের টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। সিমলা বলেন, ‘আমি ছবিটি দেখে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি।’
সিনেমা মুক্তির পর সিমলা ছবিটি দেখে কী ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে ছবিটির নির্মাতা রাশিদ পলাশের অবস্থান কী? তিনি বলেন, ‘আমি সিমলা আপাকে বলব আসুন আপনি ছবিটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যেকোনো ব্যবস্থা নিবেন আমরা তার জন্য প্রস্তুত আছি।’
২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাস ফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই ‘হতাশা’ থেকে বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ।
এএন
আপনার মতামত লিখুন :