• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এক বান্ডিল টাকা সালামি পেলেন জায়েদ খান


বিনোদন প্রতিবেদক জুন ১৮, ২০২৪, ১০:৩১ পিএম
এক বান্ডিল টাকা সালামি পেলেন জায়েদ খান

ঢাকা : চিত্রনায়ক জায়েদ খান নানা কারণেই আলোচনায় থাকেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে গিয়ে নানা ভাবেই আলোচনা সমালোচনার কবলে ছিলেন ঢাকাই ছবির এই অভিনেতা। তবে ঈদে নতুন করে নজর কাড়লেন একটি ভিডিওতে। 

এই ভিডিওতে দেখা যায়, জায়েদ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা টাকা সালামি দেন। 

গরুর নাম ডিপজল; ডিপজল বললেন- এটা ভালোবাসাগরুর নাম ডিপজল; ডিপজল বললেন- এটা ভালোবাসা
এরপর জায়েদ খান  ডিপজলকে নিয়ে দু চারটি কথা বলেন, বলেন সদ্য প্রয়াত ডিপজলের বড় ভাইয়ের কথা। এছাড়াও এবার গাবতলির পশুর কোরবানির হাট লিজ নিয়েছিলেন। সেই হাটে প্রশাসন অনেক সহযোগিতা করেছেন সে কথাও বলেন। 

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এদিকে, জায়েদ খান এরইমধ্যে দুবাইয়ের একটি অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন। সেখানে ঈদ উৎসবের আয়োজন রয়েছে। এরপর কানাডায় আরেকটি উৎসবে যোগদান করতে যাবেন। 

এমটিআই

Wordbridge School
Link copied!