• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রেক্ষাগৃহে আলোচনায় ‘তুফান’ , ওটিটিতে ‘গোলাম মামুন’


বিনোদন প্রতিবেদক জুন ১৮, ২০২৪, ১১:০৬ পিএম
প্রেক্ষাগৃহে আলোচনায় ‘তুফান’ , ওটিটিতে ‘গোলাম মামুন’

ঢাকা : ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা। তবে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ঈদে দেশের প্রায় ১২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর যদিও সোশ্যালে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে শো হাউজফুল যাচ্ছে।

এরমধ্যে মুক্তির এক দিনেই প্রায় দ্বিগুণ শো বাড়িয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দর্শকের চাপে বিদেশি সিনেমার শো কমিয়ে দেশি সিনেমার শো ২১টি থেকে বাড়িয়ে ৪৭টি করেছেন বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘তুফান’ এখন পর্যন্ত খুব ভালো চলছে। যখন কোনো সিনেমা ভালো চলে তখন আমরা সেটার শো বাড়িয়ে দেই। এখানেও তাই হয়েছে। দর্শক সিনেমাটি দেখতে আসছে এমনকি অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। দর্শক চাপেই শো বাড়িয়েছি আমরা। আমরা তো চাই দর্শক আসুক, বাংলা সিনেমা দেখুক। এখন সেই শ্রোত দেখছি সেটা চলমান থাকলে ভালো কিছুই হবে আশা করছি।

অন্যদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরও চার সিনেমা ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘ময়ুরাক্ষী’ ও ‘রিভেঞ্জ’ খুব একটা সাড়া ফেলতে পারছে না বলেই জানা গেছে।

এদিকে ঈদ উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে একাধিক কনটেন্ট। এরমধ্যে রয়েছে ‘গোলাম মামুন’, ‘বাজি’, ‘পয়জন’ ও ‘ফিমেল ৪’। ঈদের সপ্তাহ খানেক আগে দীপ্ত প্লেতে মুক্তি পাওয়া ‘পয়জন’ নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সাড়াও ফেলেছে। তবে ইতিবাচক মন্তব্য এবং দর্শক সাড়ায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন’। সোশ্যাল মিডিয়ার সবখানেই ইতিবাচক বন্দনা।

সিরিজটির নির্মাতা শিহাব শাহীন দেশ রূপান্তরকে বলেন, মুক্তির পর থেকে এখন পর্যন্ত অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যার সবটাই ইতিবাচক। শুধু দেশেই নয়, কলকাতাতেও সিরিজটি দারুণভাবে চলছে বলে জেনেছি। সেখানকার দর্শকদের মন্তব্য পাচ্ছি। আমি বেশ খুশি। সবাই এখন সিজন টু দেখতে চাইছেন।

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রর্বতী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত প্রমুখ। অন্যদিকে ‘গোলাম মামুন’ এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষন, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু প্রমুখ।

এমটিআই

Wordbridge School
Link copied!