• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কার নাম মুখ নিয়ে ঈদ নষ্ট করতে চান না অপু বিশ্বাস


 বিনোদন ডেস্ক  জুন ১৯, ২০২৪, ০৯:৩২ এএম
কার নাম মুখ নিয়ে ঈদ নষ্ট করতে চান না অপু বিশ্বাস

ঢাকা : অভিনেত্রী অপু বিশ্বাস কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রচার হচ্ছে। 

সিনেমা না আসলেও শাকিব খান ও বুবলী ইস্যুতেও আলোচনায় আসেন তিনি। এবার সংবাদমাধ্যমের ঈদ তারকা আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন এই নায়িকা। সেখানেও শাকিব খান ও তার মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমা নিয়ে বিস্তর আলাপ করেছেন এই নায়িকা। কিন্তু বুবলী ইস্যুতেই এড়িয়ে গিয়েছেন কথা। 

ভিডিওতে দেখা যায় বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ওই নামটা মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চাই না। ঈদের এই আনন্দের সময় ওই নাম নিবো না। আমি তার প্রসঙ্গে কিছু বলতেই চাই না। 

অভিনেত্রী বলেন, আমি এক অনুষ্ঠানে ওই মানুষটাকে পচা আলু বলেছি। তার যোগ্যতা নেই যে আমি তাকে নিয়ে কিছু বলবো। যার যোগ্যতা নেই  তাকে নিয়ে কথা বলার যুক্তি নেই।

বছর শুরুতে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে। গত বছর ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও নতুন সূচনা করেছেন অপু বিশ্বাস।

এমটিআই

Wordbridge School
Link copied!