• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপুকে ৪৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন শাকিব?


বিনোদন ডেস্ক: জুন ২৭, ২০২৪, ০৫:৪৫ পিএম
অপুকে ৪৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন শাকিব?

ঢাকা: পর্দায় আগের মতো ব্যস্থতা নেই নায়িকা অপু বিশ্বাসের। হাতে ছবির পরিমাণও কমে গেছে। যে কারণে সিনেমার বাইরে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় করছেন। 

এসবের মধ্যেই সম্প্রতি নতুন একটি গাড়ি নিয়েছেন অপু বিশ্বাস। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্যর ৪২-৪৫ লাখ টাকা। 

হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে। 

এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি প্রতিষ্ঠানটির কেউ। বক্তব্য মেলেনি অপু বিশ্বাসেরও। 

তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। যদিও এ কথার ভিত্তি নেই, তবু শাকিবের নাম উঠে আসছে।

অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

আইএ

Wordbridge School
Link copied!