• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান


বিনোদন ডেস্ক জুন ২৯, ২০২৪, ১০:০৭ এএম
স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান

ঢাকা : বলিউডের অভিনেত্রী ও মডেল হিনা খান ক্যান্সারে আক্রান্ত। জানা গেছে, সম্প্রতি তার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে।  আজ শুক্রবার (২৮ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী হিনা খান।

অসুস্থতার বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি লিখেছেন, সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জন নজর কেড়েছে আমার।

তিনি আরও লেখেন, যারা আমার ভক্ত আছেন, আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করছি। ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে আমার। এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, ভালো আছি আমি।’

নিজের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে হিনা খান লিখেছেন, ক্যানসার মুক্ত হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী আমি। ইতোমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে আমার। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যাবতীয় করণীয় মেনে চলার জন্যও প্রস্তুত আমি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সেভাবে কাজ করতে দেখা যাচ্ছে না হিনা খানকে। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।

এমটিআই

 

Wordbridge School
Link copied!