ঢাকা : বলিউড অভিনেতা অর্জুন কাপুর ২৬ জুন পা রাখলেন ৩৯ বছরে। মঙ্গলবার রাতেই তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর এবং মাহিপ কাপুর-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিকে পার্টিতে দেখা গেলেও অর্জুনের কথিত সাবেক মালাইকা অরোরা নিখোঁজ। এমন কী, অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি মালাইকা এখনও।
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, দীর্ঘ পাঁচ বছরের প্রেমে ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। এমনকি বন্ধুত্বের সম্পর্কও হয়তো আর বজায় নেই। সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন মালাইকা।
বিচ্ছেদ হলেও ছেলে আরহান খানকে একসঙ্গে বড় করেছেন মালাইকা ও আরবাজ। ছেলের জন্যই বিশেষ করে সাবেক স্বামীর সঙ্গে সম্পর্ক রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বললেন অভিনেত্রী। বিচ্ছেদের পরে বুঝতে পারছিলেন না, কীভাবে ছেলেকে বড় করবেন। ক্রমশ আরবাজের সঙ্গে সেই বোঝাপড়া তৈরি হয়।
ছেলেকে বড় করে তোলার বিষয়ে মালাইকা বলেন, ‘যা-ই হয়ে যাক, সৌভাগ্যবশত আমরা ক্রমশ সামঞ্জস্য খুঁজে পেয়েছি। প্রথম দিকে বেশ জটিল ছিল বিষয়টা। কিন্তু জীবন তো এমনই। আমরা বুঝতে পারি, দু’জন প্রাপ্তবয়স্কের মধ্যে যত সমস্যাই থাক, তার প্রভাব যেন সন্তানের উপর না পড়ে। তাই দু’জন মিলে সন্তানকে কীভাবে বড় করব, তার অনুকূল একটা রাস্তা আমরা খুঁজে বার করি।’
আরহান নাকি নিজের সমস্ত কাজ নিজেই করতে শিখে গিয়েছে। মালাইকা ছেলে সম্পর্কে বলেন, ‘আমি চাইতাম, আরহান যেন মানুষকে সম্মান করতে শেখে, আর নিজের কাজ নিজে করতে শিখুক, যাতে তার কোনো অসুবিধা না হয়। আমরা সব সময়ে ওকে শিখিয়েছি, ওকে নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হবে। যদিও আমরা সব সময়ই ওর পাশে থাকব।’
মালাইকা আরও বলেন, অনেক সময় শিশুরা ভেবে নেয়, বাবা-মায়ের ক্ষমতা আছে যখন, তারাই সব করে দেবেন। কিন্তু আমরা বুঝিয়েছি, ওর সব দিক দিয়ে স্বাধীন হওয়া জরুরি।’
মালাইকা ও আরবাজের একমাত্র ছেলে আরহান। ২০১৬ সালে বিচ্ছেদ হয়েছিল তারকা দম্পতির। সম্প্রতি আরবাজ বিয়ে করেছেন রূপটানশিল্পী সুরা খানকে।
এমটিআই