ঢাকা: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন শবনম বুবলী। তার সঙ্গে সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব। কিন্তু গণমাধ্যমের সামনে শাকিবের স্ত্রী দাবি করেই চলেছেন ‘বসগিরি’ সিনেমার এ নায়িকা।
এদিকে ‘তুফান’ সিনেমায় শাকিব ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী জুটি বেঁধেছেন। একসঙ্গে দীর্ঘদিন শুটিং করার পরও নায়কের সাবেক স্ত্রী ও ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলীকে চিনলেন না মিমি।
বুবলীর নাম উঠতেই অবাক বিস্ময়ে মিমি তার ‘তুফান’ সিনেমার পরিচালক রায়হান রাফীর কাছে জানতে চান- কে এই বুবলী? এমন ঘটনা ঘটেছে কলকাতায়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় কলকাতায় তুফানের প্রচারে দেখা গেছে শাকিব ও মিমিকে। সেখানে সিনেমার প্রিমিয়ার শোর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন সংশ্লিষ্টরা। এ সময় এক সাংবাদিক শাকিবের কাছে মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কেমন ছিল, এ বিষয়ে জানতে চান। তা ছাড়া বুবলী সিনেমাটি দেখেছেন কি না সেটিও জানতে চান গণমাধ্যমের ওই কর্মী।
সাংবাদিকের এমন প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ ছিলেন শাকিব। কিছুটা হাসতেও দেখা যায় নায়ককে। এ সময় মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল উরাধুরা। এমন পরিস্থিতিতে মিমি পরিচালক রায়হান রাফীকে জিজ্ঞেস করেন- বুবলী কে? এ বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
আইএ