ঢাকা: বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। ইতোমধ্যেই বেবি বাম্প নিয়ে প্রতিদিনই চর্চায় থাকছেন দীপিকা। এদিকে তাদের কোলে ছেলে নাকি মেয়ে আসবে তা জানতে ভক্তদের উৎসাহের অন্ত নেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সুপরিচিত সেলিব্রিটি জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন।
এর আগেও এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দীপিকা ২০২৪ সালে অন্তঃসত্ত্বা হবেন। এবার সেই জ্যোতিষীই দাবি করেছেন, ‘রণবীর-দীপিকার সন্তান তার বাবা-মায়ের কাছে রাজকুমার হবে। আশা করা হচ্ছে, এ দম্পতির জন্য সৌভাগ্য ফিরিয়ে আনবেন।’
যদিও এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেছিলেন, তিনি চান তার ঘরে যেন দীপিকার মতোই একটা মেয়ে আসে। পরে বলেন, যদিও ছেলে বা মেয়ে যাই হোক, সে যেন সুস্থ হয়, এটাই কামনা করেন। তবে জ্যোতিষী বলছেন, মেয়ে নয়, রণবীর-দীপিকার ছেলে হবে। এখন দেখার এই ভবিষৎবাণী কতটা মেলে!
আইএ