ঢাকা : শিকাগোর নাইটক্লাবে চুটিয়ে পার্টি করেছেন স্বস্তিকা, সোহিনী ও শ্রাবন্তীরা। সামাজিকমাধ্যমে নিজেদের ভিডিও বন্দি করে ছেড়েছেন শ্রাবন্তী। তার পেছনে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। আর স্বস্তিকার পেছনে সোহিনী।
নির্দ্বিধায় আপনি বলতে পারেন— শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সোহিনী সরকার একসঙ্গে থাকলে আর কোনো কিছুর দরকার পড়ে না। আবেদনময়ী সৌন্দর্যের আলোয় আলোকিত হয়ে যায় চারপাশ। এমনটিই দেখা গেল যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবের পার্টিতে। উদ্দাম পার্টিতে ভাইরাল হলো এ তিন নায়িকার ভিডিও।
ক্লাবে তখন মায়াবী আলো আঁধারির খেলা। তাল মিলিয়ে চলছে মিউজিক। টালিপাড়ার তিন কন্যা উপভোগ করছিলেন এ মুহূর্তটি। মেতেছিলেন উদ্দাম উন্মাদনায়। একপর্যায়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমুও খান স্বস্তিকা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি।
আমেরিকার শিকাগোতে হয়ে গেল ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। ৪-৬ জুলাই এই তিন দিনব্যাপী আয়োজিত কনফারেন্সে যোগ দিতে সেখানে গিয়েছিলেন স্বস্তিকা-শ্রাবন্তীরা। তারই এক ফাঁকে নাইটক্লাবে গিয়েছিলেন সৌন্দর্যের আগুন উসকে দিতে।
এ বেঙ্গলি কনফারেন্স আরও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
এমটিআই