• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কারা অভিনয় করবেন ‘তুফান-২’ সিনেমায়?


বিনোদন ডেস্ক জুলাই ১৩, ২০২৪, ০৫:১৩ পিএম
কারা অভিনয় করবেন ‘তুফান-২’ সিনেমায়?

ঢাকা: দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে চলেছে শাকিব খানের ‘তুফান’। গত ১৭ জুন দেশে মুক্তি পায় সিনেমাটি। দর্শকপ্রিয়তা পেয়েছে সিনেমাটির। শাকিব খানের লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানেও দর্শকের সাড়া মিলেছে।

সিনেমার এমন সাফল্য দেখে এর সিক্যুয়েল বানাবেন বলে ঘোষণাও দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখান থেকে তিনি জানান, দেশে ফিরেই ‘তুফান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন। আরও বড় বাজেট নিয়ে নির্মিত হবে ‘তুফান-২’।

এ ঘোষণার পর পরই ‘তুফান ২’ -এ কারা অভিনয় করছেন প্রশ্ন আসে।  

রাফীর ভাষ্য, ‘তুফান’-এর প্রায় সব অভিনয়শিল্পী থাকবেন ‘তুফান ২’-এ। কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এবার।  

তাহলে মিমি চক্রবর্তী থাকছেন? এ প্রসঙ্গে রাফী বলেন, ‘দেখুন, আগের সিনেমায় মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে সিক্যুয়েলেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টি আমাদের মাথায় আছে। দেখা যাক। ’

এদিকে তুফানের সিক্যুয়েলের খবর শুক্রবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মিমি। এ মুহূর্তে ভারতের জলপাইগুড়িতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।

তুফান সিনেমায় শাকিব ও মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মাসুমা রহমান নাবিলা ও মিশা সওদাগরকে।

আইএ

Wordbridge School
Link copied!