• ঢাকা
  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১

মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কী বুক কাঁপে না?


বিনোদন ডেস্ক জুলাই ১৬, ২০২৪, ০৯:৩৬ পিএম
মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কী বুক কাঁপে না?

ছবি: ফেসবুক থেকে

ঢাকা: কোটা আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটছে।

পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকায় একজন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে একজন নিহত হয়েছেন।

এর আগে গতকাল (সোমবার) ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।

এনিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তরুণ গায়ক তাসরিফ খান। তিনি লিখেছেন, ‘মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কী বুক কাঁপে না? অধিকার চাইল যারা, তারাই-বা কী খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ, এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদেরই হুঁশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই একটু আস্তে মারুন, ভাইয়ের গায়ে, বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়েই কী লাভ হলো, আজ মানুষ লাগে খুব অচেনা!’

আইএ

Wordbridge School
Link copied!