• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ভার্জিনিয়ায় শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২৪, ০৩:৩১ পিএম
ভার্জিনিয়ায় শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত

ঢাকা: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে ব্যান্ডতারকা শাফিন আহমেদের প্রথম জানাজা। আজ ভার্জিনিয়ার একটি মসজিদে স্থানীয় সময়ে বাদ জুমা এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।

জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সেখানকার স্থানীয় বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা। 

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার। বনানীতে দ্বিতীয় জানাজার পর শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

গত (২৫ জুলাই) বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ। গত ২০ জুলাই তার ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইএ

Wordbridge School
Link copied!