• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মারা গেলেন হাসান আবিদুর রেজা জুয়েল


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৪, ১২:৩৫ পিএম
মারা গেলেন হাসান আবিদুর রেজা জুয়েল

ঢাকা: এক যুগেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চলিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। আজ মঙ্গলবার সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী সঙ্গীতা আহমেদ।

এর আগে, গেল মঙ্গলবার (২৩ জুলাই) রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। এরপর চিকিৎসকরা জুয়েলকে আইসিইউতে নেন।

সেসময় তার স্ত্রী জানান, জুয়েলের রক্তের প্লাটিলেট কমে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। পরবর্তীতে গেল রবিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও ঘটে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন জুয়েল। তবে গেল দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এক পর্যায়ে তা জটিল হলে জরুরিভিত্তিতে জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। সংগীত ক্যারিয়ারে দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি।

এমএস

Wordbridge School
Link copied!