• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিটিভি, মেট্রো রেল ভাঙচুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের প্রতিবাদ


বিনোদন প্রতিবেদক আগস্ট ৩, ২০২৪, ০৭:৩৬ পিএম
বিটিভি, মেট্রো রেল ভাঙচুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের প্রতিবাদ

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী যে চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকরের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ (১৯ সংগঠন)।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এফডিসির প্রযোজক সমিতির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় অঞ্জনা রহমান ও অরুণা বিশ্বাসকে ছাড়া এ মানববন্ধনে দেখা যায়নি কোনো তারকা শিল্পীকেই। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির কোনো নেতাকেও দেখা যায়নি।

‘৯০ দশকের শিল্পীদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা লজ্জিত’‘৯০ দশকের শিল্পীদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা লজ্জিত’
এমনকি চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হতে পারেননি তারাও।

পরিচালক শাহ আলম কিরণের সঞ্চালনায় ও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের (১৯ সংগঠন) সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আলিমুল্লাহ খোকন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান, রোকেয়া প্রাচী।

এমটিআই

Wordbridge School
Link copied!