ঢাকা : ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে দেশের তারকা অঙ্গন। বিভিন্ন অভিনয়শিল্পী, চিত্রতারকা, সংগীতশিল্পীরা সামাজিক মাধ্যমে তাদের উল্লাস প্রকাশ করেন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি তাদের একজন। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা দেশের সম্পদ বিনষ্ট না করতে দেশবাসীকে সংযত হওয়ার অনুরোধ করেন। সামাজিক মাধ্যমে পরী মণি লিখেছেন, শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পরি মণি।
এর আগে, সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। পরে গত (৪ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এমটিআই