ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক বিভাজনের দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা।
এক মাসের বেশি সময় ধরে এই আন্দোলনে শুরু থেকেই তারকারা যোগ দিয়েছেন ছাত্রদের সঙ্গে। উৎসাহিত করেছেন তাদের।
জনপ্রিয় তারকা পারসা ইভানা তাদের একজন। প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পারসা ইভানা। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পারসা ছাত্রদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এরপর আর বিলম্ব করলেন না তিনি। কয়েকজনকে নিয়ে চলে গেলেন রাজধানীর উত্তরায়। সেখানকার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি।
এমটিআই