• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’ নামে সিনেমা বানাবেন হিরো আলম


বিনোদন ডেস্ক: আগস্ট ২৪, ২০২৪, ০৬:১০ পিএম
‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’ নামে সিনেমা বানাবেন হিরো আলম

ঢাকা: দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয় ও গানের পাশাপাশি তিনি রাজনীতির মাঠেও সক্রিয়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত বছর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে তিনি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী। 

তবে সেই নির্বাচন ছিল ঘটনাবহুল। প্রার্থী হওয়ার কারণে সেসময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা।

হিরো আলম তখন জানিয়েছিলেন, কোনো দুর্বৃত্ত না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরা তাকে পিটিয়েছে।

সেই আরাফাতকে নিয়েই এবার সিনেমা বানাতে যাচ্ছেন এই ইউটিউবার। নাম ‘আরাফাতের চার বউ’। এটি নির্মাণ করছেন শাওন আশরাফ। 

শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়েও একটি সিনেমা বানাচ্ছেন তিনি। ‘মাস্তান হারুন’ নামে এটি পরিচালনা করবেন ইভান মল্লিক। দুটি সিনেমারই প্রযোজনায় থাকছেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।

জানা গেছে, ইতিমধ্যে সিনেমা দুটির অভিনয়শিল্পী বাছাই শুরু করেছেন হিরো আলম। শিগগিরই জানাবেন বিস্তারিত।

আইএ

Wordbridge School
Link copied!