• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

টানা ৩৫ দিন ধরে শাহরুখের বাড়ির সামনে, কী চান এই তরুণ?


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৩:৩১ পিএম
টানা ৩৫ দিন ধরে শাহরুখের বাড়ির সামনে, কী চান এই তরুণ?

ঢাকা : শাহরুখ খানের মুম্বাই বাসভবন মান্নাতের সামনে টানা ৩৫ দিন ধরে ঠায় বসে আছেন শেখ মোহাম্মদ আনসারি। নিজের ব্যবসা বন্ধ করে ঝাড়খন্ড থেকে মুম্বাই এসেছেন।

শেখ মোহাম্মদ আনসারি প্রতিজ্ঞা করেছেন বলিউড বাদশা সঙ্গে দেখা করবেন একবার। সেই দেখা না হলে তিনি নাকি বাড়ির সামনে থেকে নড়বেন না।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, শাহরুখের প্রতি তাঁর এই উন্মাদনা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে সেই ভক্তকে বলতে শোনা যায়, শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি ওনার সবথেকে বড় ভক্ত। ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ। ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ।ওনার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। এটাই এখন আমার জেদ হয়ে দাঁড়িয়েছে।

ঝাড়খন্ডের এই ব্যক্তির ভিডিও দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছেন। কেউ কেউ আবার ভাগ করে নিয়েছেন তাঁদের মনের ইচ্ছার কথা। কেউ যেমন প্রশংসা করছেন তার ভালোবাসার, কেউ বা আবার বলছেন এমন পাগলামি করাটাও যুক্তিহীন। তবে এসব তর্ক বিতর্ক আনসারি মোটেও গায়ে মাখছেন না। তিনি তার প্রিয় তারকার একঝলক দেখার অপেক্ষায় নিজের অবস্থানে অটুট রয়েছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!