• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০

বহুতল ভবন থেকে ঝাঁপ দেন মালাইকার বাবা


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:০৮ পিএম
বহুতল ভবন থেকে ঝাঁপ দেন মালাইকার বাবা

ঢাকা: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন অনিল মেহতা। 

এঘটনায় অভিনেত্রীর মা জয়েসের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। যদিও অনেক বছর আগেই অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু পরে আবার তারা ফের একত্রে বসবাস শুরু করেন।

অনিল মেহতা পেশায় ছিলেন নাবিক। মালাইকার মা পুলিশকে জানান, প্রতিদিনের মতো সকালে উঠে বারান্দায় বসেন তিনি। সেখানেই খবরের কাগজ পড়েন। তবে বুধবার সকালে অভিনেত্রীর মায়ের খটকা লাগে, যখন তিনি দেখেন বৈঠকখানা ঘরেই তিনি হাওয়াই চটি খুলে রেখেছেন। বারান্দায় গিয়ে নিচের দিকে উঁকি দিতেই তিনি দেখেন, নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ। গেটের দারোয়ান সাহায্যের জন্য চিৎকার করছেন। মালাইকার মা এ-ও জানান, হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনো বিশেষ রোগ ছিল না তার।

ঘটনা জানতে পেরেই মালাইকার সাবেক স্বামী আরবাজ় খান যান তাদের বাড়িতে। তিনিই সবার আগে ঘটনাস্থলে পৌঁছান। যদিও সেই সময় মুম্বাইয়ে ছিলেন না মালাইকা। খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

বাড়ি পৌঁছে দৌড়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে যান তিনি। মালাইকার বাড়িতে যান মালাইকার একসময়ের প্রেমিক অর্জুন কাপুর। 

আইএ

Wordbridge School
Link copied!