ঢাকা: অনেক দিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। এবার সাতপাকে বাঁধা পড়লেন এই প্রেমিক যুগল। ভারতের ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অদিতি-সিদ্ধার্থ। খবর : এনডিটিভ
বিয়ের আনুষ্ঠানে দুজনকেই সাধারণভাবে উপস্থিত হতে দেখা যায়। অদিতির পরনে ছিল অফ হোয়াইট রঙের শাড়ি। আর সিদ্ধার্থের গায়ে ছিল সাদা পাঞ্জাবি। তবে আয়োজনে বলিউডের তারকাদের উপস্থিতি একেবারই ছিল না। খুব ছোট আয়াজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি অদিতি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়িতে সেজেছেন অদিতি। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ। ছবির ক্যাপশনে লেখেন— ‘তুমি আমার চন্দ্র-সূর্য, তুমি আমার সমস্ত তারা। অনন্তকালের আত্মার সঙ্গী হওয়ার জন্য, হাসির জন্য ভালোবাসা চিরন্তন, আলো এবং জাদু। মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিধু।’
অদিতির এমন ক্যাপশন নজর কেড়েছে সবার। তাই তো ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসেন নবদম্পতি।
আইএ