• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিনেমায় আসছেন তানজিন তিশা


বিনোদন ডেস্ক: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৯:৫৬ পিএম
সিনেমায় আসছেন তানজিন তিশা

ঢাকা: দর্শক যেহেতু চায়, তাই খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে। এটা আমি বলতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শকের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে। কথাগুলো বলেছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় পোশাক ব্রান্ড ওয়েস্ট্রির পঞ্চম শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্ন ছিলো বড় পর্দায় অভিনয় করবেন কিনা। জবাবে তিনি বলেন, দর্শকের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে।

এসময় পোশাক ব্রান্ড ওয়েস্ট্রি নিয়ে তিশা বলেন, ‘আজকে আমি ভোলাতে এসেছি ওয়েস্ট্রির পঞ্চম শাখার গ্রান্ড ওপেনিংয়ে। এ ব্রান্ডের একটি ভালো দিক দেখলাম, তারা নিজেরা পোশাক তৈরীর পাশাপাশি পোশাক ইমপোর্টও করে। ওই জায়গা থেকে আমি বলবো, আমাদের দর্শক বা ছেলে-মেয়েদের দেশি ও বিদেশি প্রোডাক্টের প্রতি এক ধরণের ডিমান্ড থাকে, সেই জায়গা থেকে ওয়েস্ট্রিতে দুই ধরনের পোশাকই পেয়ে যাবেন তারা।’

আইএ

Wordbridge School
Link copied!