ঢাকা: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তিনি লিখেছেন, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন, তোমাকে স্যালুট বাবা। দেশের জন্য প্রাণ দিতেই সৈনিক জীবন। প্রমাণ করেছ তুমি দেশপ্রেমিক সৈনিক।
আসিফ আকবর আরও লিখেছেন, একজন দেশপ্রেমিক সৈনিককে হত্যা করার মতো সাহস কোথা থেকে পায় দুর্বৃত্তরা! এখন প্রমাণ করতে হবে আমাদের দেশপ্রেম, সন্ত্রাসীদের সব তথ্য সরবরাহ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুরো দেশ থেকে এদের উৎখাত করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী আর ছাত্রজনতা মিলে সারা দেশ থেকে এদের খুঁজে বের করে শিকড়শুদ্ধ উপড়ে ফেলতে হবে। এটাই হোক শপথ। হলে এবার, নইলে নেভার! লে. তানজিম- তোমার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তোমার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।
এদিকে লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের হত্যা নিয়ে আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মেজর উজ্জ্বলের নেতৃত্বে লেফটেন্যান্ট তানজিম, দুজন জুনিয়র কমিশন্ড অফিসার ও ২৪ জন সৈনিকসহ যৌথবাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। অভিযানের সময় লেফটেন্যান্ট তানজিম দুজনের মুখোমুখি হন। সে সময় একজন তানজিমের গলায় ছুরিকাঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চকরিয়া খ্রিস্টান হাসপাতাল ও পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সিএমএইচের কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
ইউআর
আপনার মতামত লিখুন :